দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে কোলঘেষে অবস্থিত চরফ্যাসন উপজেলা সবুজের সমারোহের এই উপজেলার আয়তন ১৪৪০ বর্গকিলোমিটার । উপজেলা সদর হতে প্রায় ০৮ কিলোমিটার দূরে সরকারী সহায়তায় ১৯৯২ সালে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে এই হ্যাচরিটি প্রতিষ্ঠা করা হয়। সুনামের সাথে শুরু থেকেই মানসম্পন্ন পোনা এবং রেনু উৎপাদন করে চাষী পর্যায়ে তা বিতরণ করা হচ্ছে। চরফ্যাসন (কর্তারহাট) মিনি হ্যাচারিটি ভোলা জেলার চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নের আলীগাও মৌজায় অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস